ভোলা প্রতিনিধি : জেলার মনপুরার জেলে পুনর্বাসনের ১৬ টন চাল নিয়ে মেঘনায় একটি ট্রলার ডুবে গেছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে মেঘনার হাজিরহাট ঘাট সংলগ্ন এলাকায় ট্রলারটি ডুবে যায়।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ আলী জানান, মনপুরার বিভিন্ন ইউনিয়নের জেলেদের পুনর্বাসনের চাল নিয়ে তজুমউদ্দিন থেকে মনপুরায় যাচ্ছিল তিনটি ট্রলার। এ সময় মেঘনার হাজিরহাট ঘাট সংলগ্ন এলাকায় গেলে ট্রলারের তলা ফুটো হয়ে যায়। এতে মুহূর্তেই ট্রলারটি ডুবে যায়।

স্থানীয়রা ট্রলারের মাঝি ও তার সহকারীদের উদ্ধার করেছে। তবে, সব চাল মেঘনায় ভেসে গেছে। অতিরিক্ত বোঝাই করার কারণে এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ডুবে যাওয়া ট্রলারটির মালিক মিলন মাঝি।

(ওএস/এএস/মে ২২, ২০১৫)