স্টাফ রিপোর্টার : আগামী ছয় বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিভি সম্প্রচার স্বত্ত্ব পেল গাজী স্যাটেলাইট (গাজী টেলিভিশন)।

শুক্রবার স্থানীয় একটি হোটেলে বিডে অংশ নিয়ে এক্সক্লুডিং প্রোডাকশন কস্ট অনুযায়ী এই স্বত্ত্ব পায় গাজী টিভি।

এর আগে ২০০৬ সালে ৬ বছরের জন্য নিম্বাসের কাছে ৫৫.৮৬ মিলিয়ন ডলারে টিভি স্বত্ব বিক্রি করেছিল বিসিবি।

বৃহস্পতিবার বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় মিডিয়া স্বত্ত্বের প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই করা হয়। আর টেকনিক্যাল কারণে গতকালই বিড থেকে বাদ পড়ে চ্যানেল নাইন।

শুক্রবার তিনটি কোম্পানিকে নিয়ে ওপেন বিড শুরু হয়। এতে প্রথমেই একমাত্র বিদেশি বিডার হিসেবে অংশ নেয়া ভারতের স্পোর্টস সলিউশন কোম্পানী বাদ পড়ে যায়। বাকি থাকে মাছরাঙা টেলিভিশন ও গাজী টিভি।

এদিকে, দেশি কোম্পানিদের মধ্যে মাছরাঙ্গা টেলিভিশন ফ্লোর পায় ২০ মিলিয়ন ডলারের। আর গাজী স্যাটেলাইট ২০ মিলিয়ন ২৫ হাজার ডলার প্রস্তাব করায় আগামী ছয় বছরের জন্য খেলা সম্প্রচারের দায়িত্ব পেল।

এ বিষয়ে বিসিবির মার্কেটিং ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান কাজী এনাম আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিভি সম্প্রচার স্বত্ত্ব ৬ বছরের জন্য বিক্রি করেছি। ওপেন বিডে গাজী স্যাটেলাইট ২০ মিলিয়ন ২৫ হাজার ডলারের প্রস্তাব করায় তারাই টিভি স্বত্ত্বের দায়িত্ব পেয়েছে।’

(ওএস/এএস/মে ১৬, ২০১৪)