রাজশাহী প্রতিনিধি :  মহানগরীর আলিফ-লাম-মীম ভাটা এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পেছনের একটি ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সোয়া ১০টার দিকে শাহ মখদুম (রহ.) থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

শাহ মখদুম (রহ.) থানার উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহমেদ বলেন, রবিবার সকালে ড্রেনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে গেছে।

তিনি আরও বলেন, নিহত যুবকের পরনে নেভিব্লু রঙের টাউজার ও সাদা সার্ট ছিল। তার মাথার পেছনে আঘাতে চিহ্ন রয়েছে। মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের আগে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে, জানান এসআই তাজউদ্দিন।
(ওএস/পিবি/মে ২৪,২০১৫)