গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের(পিডিবি) জাতীয় গ্রীডের ৩টি টাওয়ার সহ অর্ধশত সঞ্চালন লাইনের খুটি ও ৫’শতাধিক ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছপালা ভেঙ্গে যাওয়া সহ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।  এ ছাড়াও বিদ্যুতের ৩৩ কেভি  খুটি ভেঙ্গে ও তার ছিঁড়ে ঝড়ের পর থেকে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এলাকাবাসী জানায়, শনিববার দিবাগত রাত ১০ টার দিকে এ ঝড়ে উপজেলার দরবস্ত,তালুককানুপুর,ফুলবাড়ী,রাখালবুরুজ,হরিরামপুর,নাকাই,পৌরসভা ও কাটাবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া কলা, ধান,পাট সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দরবস্ত ইউনিয়নের বালুয়া এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জাতীয় গ্রীডের ৩টি টাওয়ার ভেঙ্গে পরেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় বিদ্যুতের ৩৩ কেভি ও সঞ্চালন লাইনের অর্ধশত খুটি ভেঙ্গে ও তার ছিঁড়ে যাওয়ায় পৌরসভা সহ উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জাতীয় গ্রীডের ক্ষতিগ্রস্ত টাওয়ার এলাকায় বেলা ২টায় সরেজমিনে গিয়ে বিদ্যুৎ বিভাগের কোন লোকজনকে দেখা যায়নি। এমনকি তাদের ফোন করেও পাওয়া যায়নি। এদিকে ঝড়ে ৫’শতাধিক ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত সহ শতাধিক বড় বড় গাছপালা ভেঙ্গে পড়েছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফুলবাড়ী ইউনিয়নের ফতেউল্ল্যাহপুর গ্রামের ঐতিহ্যবাহী রায়বাড়ী আশ্রম সহ ৩শ বচরের পুরনো তেঁতুল গাছ ভেঙ্গে পরেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-উল-হাসান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে।
(এসডি/পিবি/মে ২৪,২০১৫)