নড়াইল প্রতিনিধি : জাতীয় বেতন কমিশন গঠন ও সমন্বয়ের ৬ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। এসময় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কর্মচারী নেতা আব্দুল হালিম সিকদার প্রমুখ।

এর আগে নের্তৃবৃন্দ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। এসময় তাদের দাবি-দাওয়া মেনে নেয়ার দাবিতে সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার যে বেতন স্কেল ঘোষণা করেছেন, সেখানে কর্মচারীরা চরমভাবে বৈষম্যের শিকার হয়েছে।

(টিএআর/এএস/মে ২৪, ২০১৫)