নাটোর প্রতিনিধি : নাটোরে সিএনজি চালিত অটোরিক্সা থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধসহ ৬ দফা দাবিতে মালিক ও চালকরা রোববার মানববন্ধন ও জেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি দিয়েছে। গত শনিবার থেকে তারা চাঁদাবাজি  বন্ধে ধর্মঘট করছে।

সিএনজি অটোরিক্সা চালক-মালিকরা রবিবার বেলা ১১ টার দিকে শহরের মাদরাসা মোড় এলাকা থেকে মিছিল সহকারে নাটোর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা অটোরিক্সা সিএনজি ত্রি-হুইলার মালিক সমিতির সভাপতি হোসেন সরদার,বনাপাড়া মালিক সমিতির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন জেলার সকল পৌর মেয়র কতৃক ইজারাদার নিয়োগের মাধ্যমে সিএনজি অটোরিক্সা থেকে অবৈধ চাঁদা আদায় করছে।

আদালত থেকে নিষেধাজ্ঞা জারির পরও টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ হয়নি। চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারী করেন । পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।

(এমআর/এএস/মে ২৪, ২০১৫)