গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের উপর দিয়ে শনিবার গভীররাতে বয়ে যাওযা কালবৈশাখী ঝড়ের তারে উপজেলার ২শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও কয়েক হাজার গাছপালা ভেঙ্গে পড়েছে। ঝড়ে বিদ্যুতের খুটি ভেঙ্গে যাওয়ায় এবং গাছপালা ভেঙ্গে ও উপড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর পড়ায় বিদ্যুৎ বিতরণ বন্ধ হয়ে যায়।

উপজেলা পরিষদের ভিতরে স্কাউট ভবন, বালুয়াপাড়ায় প্রবাসী আবুল খায়েরের নির্মিত ভবন, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ার্কসপের দোকানসহ উপজেলার ২শতাধিক ঘর-বাড়ি ভেঙ্গে গেছে। ময়মনসিংহ থেকে গৌরীপুরে আসা ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের দু’টি খুঁটি ভেঙ্গে যায়। পৌর শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে ও ভেঙ্গে বিতরণ লাইনের উপর পড়ায় বিতরণ লাইন ছিড়ে লন্ড ভন্ড হয়ে যায়। প্রায় ২৪ঘন্টা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো।
(এসআইএম/পিবি/মে ২৫,২০১৫)