বরিশাল প্রতিনিধি : দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃত করণের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর-বরিশাল-খুলনা জেলার দারিদ্র হ্রাসকরণ ও আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প সমবায় অধিদপ্তর ঢাকা এর আওতায় গৈলা ইউনিয়ন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর সমবায়ী ৫০ জন দুগ্ধ খামারী সদস্যদের মধ্যে বিনা সুদে ১ লাখ টাকা করে প্রধান অতিথী হিসেবে ৫০ লাখ টাকা ঋণের চেক বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি।

সোমবার ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, সমবায় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত নিবন্ধক আসাদুজ্জামান, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদের হোসেন লিপু। সমিতির ১২৫ জন সদস্যর মধ্যে পর্যায়ক্রমে অনুরুপ সুদ মুক্ত ঋণ বিতরণ করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গৈলা ইউনিয়ন দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর সহ সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা হেমায়েত উদ্দিন সরদার।
(টিবি/পিবি/মে ২৫,২০১৫)