নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ট্রাক-জেএসএ (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।  সোমবার) দুপুরে নড়াইল-কালনা সড়কের লোহাগড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগড়া থেকে নড়াইলগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিকে থেকে আসা জেএসএ (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে জেএসএ’র যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে রয়েছে যশোরের কোতয়ালী থানা এলাকার বাসিন্দা বাপ্পি (৩৮), গোপালগঞ্জের কাশিয়ানীর ধানকুড়া গ্রামের মোশারেরফ (৫৫), মোরশেদ (১২), লোহাগড়ার কামঠানা গ্রামের প্রভাষ (৩৫), শিয়েরবর গ্রামের রাজু (২৬), রুনা (১৬), ঝিকড়া গ্রামের রোকন খান (৩০) ও সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখার আঃ গাফফার (৫০)। আহতদের মধ্যে বাপ্পীকে যশোর এবং প্রভাষ ও গাফফারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে।
(টিএআর/পিবি/মে ২৫,২০১৫)