দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বিরিশিরি ঢাকা রাস্তায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুরের বেইলী ব্রীজটি গত ৯মে বালুভর্তি ট্রাক সহ ভেঙ্গে যায়। 

এতে করে দুর্গাপুরের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই ব্রিজটি যান চলাচলের একমাত্র মাধ্যম যা দিয়ে প্রতিনিয়ত শতশত ট্রাক ও বাস চলাচল করে থাকে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগ পোহাতে হচ্ছিল উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের। দীর্ঘদিন যাবৎ ব্রীজটি চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জাতীয় দৈনিক,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হওয়ার পর ও স্থানীয় এমপি ছবি বিশ্বাসের জোর তদারকিতে কর্তৃপক্ষ ব্রীজটি মেরামত করে সোমবার থেকে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। এতে করে দুর্গাপুরের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
(এনএস/পিবি/মে ২৫,২০১৫)