মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী ও পশ্চিম মিনাজদি গ্রামে বিদ্যুতায়ন করার নামে হাতিয়ে নেয়া এক লাখ ৩৩ হাজার টাকা উত্তোলন করে ভূক্তভোগী গ্রাহকদের কাছে বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পশ্চিম মিনাজদি গ্রামে কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদার, পল্লী বিদ্যুৎ সমিতি মাদারীপুর শাখার জি.এম সৈয়দ কামরুল হাসান, ডিজিএম সেফাজুদ্দিন মল্লিক ও এজিএম ইকবাল আহম্মেদ উপস্থিত থেকে ভূক্তভোগীদের মাঝে উত্তোলন করা অর্থ ফিরিয়ে দেন।

ভূক্তভোগীরা জানায়, বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৭নং এলাকার সাবেক পরিচালক ফাইজুল হক পান্না গ্রামবাসীর কাছ থেকে এক লাখ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু সে ঐ এলাকায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেয়নি। বিষয়টি জানতে পেরে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ঐ টাকা উত্তোলন করে গ্রাহকদের ফেরত দেয়া হয়।
(এএ/পিবি/মে ২৫,২০১৫)