কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ার আলীপুরে সালিশ বৈঠকে কথাকাটারি জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। রবিবার রাত ১০টায় এ সংঘর্ষে আহত মোশারফ মোল্লা, মিলন ও সোহাগকে কুয়াকাটা হাসপাতালে চিৎকিৎসা দেয়া হয়েছে। সরকারদলীয় মোল্লা ও ফকির গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গ্রুপ সশস্ত্র অবস্থান নেয়ায় ভীতসন্তস্থ্য শতশত ব্যবসায়ী হামলার আশংকায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়ায় পরিস্থিতি শান্ত হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে উভয় গ্রুপের ১১ জনকে আটক করলেও সোমবার দুপুরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলীপুর সামসু মেম্বারের মার্কেটে এক সালিশ বৈঠকে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লার ছোট ভাই মোশারেফ মোল্লার সঙ্গে লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাইয়েদ ফকিরের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মোল্লা গ্রুপের তিনজন আহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে মোল্লা গ্রুপের পক্ষে যুবলীগ সভাপতি আলীর নেতৃত্বে ফকির গ্রুপের ওপর হামলার জন্য ধাওয়া করে এবং মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছাইয়েদ ফকিরের দুই ছেলে ইলিয়াস ফকির, মিজান ফকির, ভাতিজা আরাফাত ফকির, সহযোগী শাহীন হাওলালাদার, শাহীন, শান্ত, তরিকুল, শহিদুল, জাহিদুল, সোহাগ ও রাজুকে আটক করে কলাপাড়া থানায় নিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়।
কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান জানান, সহিংসতার আশংকায় ১১ জনকে আটক করা হয়েছিল। কিন্তু উভয়পক্ষ সমঝোতা করায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
(এমআর/পিবি/মে ২৫,২০১৫)