নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল ও যুবদল।

সোমবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল ও যুবদল যৌথ উদ্যোগে এই সমাবেশ করে।

ছাত্রদল সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হাফিজ, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, থানা যুবদল আহবায়ক কাজী বাবলু, পৌর যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর মহসিন আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুপচান আলী, পৌর ছাত্রদল আহবায়ক আলতাফ হোসেন, ছাত্রদল নেতা জালাল উদ্দিন, হযরত আলী, সুমন প্রমুখ।

সমাবেশে বক্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ প্রত্যাহরের দাবী জানান। একই সাথে অবৈধ এই আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অপরদিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ একরামুল আলমকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরখাস্তের আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকসহ আরো অনেকে।

(এমআর/পিএস/মে ২৫, ২০১৫)