ঠাঁই নেই তো ব্যঙ্গকুলায়, কাক চিল
পোকামাকড় আছে- তো
কী যে নেই ? পতঙ্গ কীট
রহস্য জীব হরেক ব্যাপক আছে যে
হ্যাঁ-রে ঘোচালি কত রক্তবীজ
ওই ধোঁয়াই ঢাকে নীল ঢাকে রোদ
ফাঁপানো জীবন নড়লে
খেই হারানোর মতো পা দুটো
টলবেই তো

দুর্ভেদ্য কাঁপিও না আর
এসো এসো ব্যাকরণ
হোঁচট খেয়ে যত পার্বণ গেল বেঁকে
ও বিধ্বস্ত শিল্পসাধ
কাঁধে নেব না আর বেলাশেষে
ভূমিকার বাইরে এ সংসার
হাই তোলো মিছেমিছি কেন তবে
হাসি, কান্না টানে আরবার
পৃথিবী চুমে চাঁদ
দৃশ্য হাসে, দেবে ফাঁদ
মৃত্যুর সাঁকো আগলে দেয়, চোখে তো ছাই