গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাময়িক বরখাস্তের বিষয়টি সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েব সাইডে দেয়ার পর সর্বত্র ছড়িয়ে পড়ে।

উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে সাময়িক বরখাস্তের বিষয়টি সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ নিশ্চিত করেন। তিনি জানান, নাশকতাসহ ১৪টি মামলা কোর্টে গ্রহণ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কালবৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ বিছিন্ন থাকায় চিঠি এখন পর্যন্ত পৌঁছায়নি। সাময়িক বরখাস্তের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ প্রতিক্রিয়ায় জানান, সারাদেশে বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিদের যা হচ্ছে, আমার ক্ষেত্রেও তাই হয়েছে।
১৫মার্চ তারিখে বিএনপির সমর্থিত প্রার্থী হিসাবে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

(এসআইএম/পিবি/মে ২৬,২০১৫)