গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জয়ন্তি উপজেলা শিল্পকলা একাডিমীর উদ্যোগে ২দিন ব্যাপি অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো রবিবারে নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, সোমবার আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

সোমবার উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন(অব) মজিবুর রহমান ফকির এমপি। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডিমীর সভাপতি দূর-রে শাহওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য কবি হান্নান কল্লোল, ওস্তাদ আব্দুল হাই, ওস্তাদ মালেক সরকার ও হারুন অর রশিদ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শিল্পকলা একাডেমির শিল্পী রুম্পা বিশ্বাস, অঞ্জনা, রোদিতা, এলিন, অর্নব, রিয়ন, উপমা, বন্যা, হিয়া, সান্তনা, নিশাত, স্বর্ণা, প্রীতি, অর্পা, তুলি। র্নত্য পরিবেশন করে এ্যনি, প্রজ্ঞামনি, আছিয়া, সারোয়ার, শ্রাবন্তী, আবৃত্তি করে অর্ণি ও অর্থি। পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
(এসআইএম/পিবি/মে ২৬,২০১৫)