দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের পার্বতীপুর শহরে রজনীগন্ধা নামে একটি আবাসিক হোটেলে এক ব্যবসায়ীকে জবাই করেছে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী (৪৪)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৮ মার্চ থেকে মোহাম্মদ আলী বলপেন সরবরাহকারী হিসেবে পার্বতীপুর উপজেলার নতুন বাজার শহীদ মিনার রোডে সাজেদুর মার্কেটের দোতলায় অবস্থিত রজনীগন্ধা আবাসিক হোটেলের ২০ নং কক্ষে অবস্থান করছিল। সোমবার দিবাগত রাত ১ টার দিকে ওই কক্ষ থেকে গোঙ্গানী শব্দ পেয়ে হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম মার্কেটের সামনে অবস্থানরত টহল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ওই কক্ষে প্রবেশ করে শ্বাসনালী কাটা ও রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪ টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ ওই হোটেল ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছে।
পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার নিহতের খোজে কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে কামরুজ্জামান, হাবিবুর রহমান, শামিম রেজা বুলবুল, রাজিউর রহমান ও আশিকুর রহমান তার খোজে আসে। তারা মোহাম্মদ আলীর নিকট থেকে ১২ লাখ টাকা পাবে বলে জানিয়েছে।
(এটি/পিবি/মে ২৬,২০১৫)