ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দীর্ঘদিন বন্ধ থাকা ঈশ্বরদী ইপিজেড গেটের বিপরীতে অবস্থিত উট মার্কা সিমেন্ট ফ্যাক্টরিতে গোপনে সিমেন্ট তৈরি করে রাজশাহী নিয়ে যাওয়ার সময় ঈশ্বরদী কাস্টমস বিভাগের সদস্যরা রেলগেটে ট্রাকসহ সিমেন্ট আটক করেছে। ট্রাক নং-যশোর ট-১১-২৯০৭।

কাস্টমস সূত্র জানায়, তাদের রেকর্ডে এই ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কিন্তু রাতের আঁধারে এখানে সিমেন্ট তৈরি হচ্ছে বলে খবর পায়। এই খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে মিল থেকে একটি ট্রাক বের হওয়ার পর কাস্টমসের লোকজন পিছু নিয়ে শহরের রেলগেট এলাকায় ট্রাকটি আটক করে তাদের অফিসে নিয়ে আসে। এই ট্রাকে উট মার্কার বস্তায় ৪শ’ বস্তা সিমেন্ট ছিল।
এ ব্যাপারে কাস্টমস অফিসের সুপারিনটেন্ড ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করে গোপনে রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছিল । ফলে আমরা মালামালসহ ট্রাকটি আটক করেছি । এই ফ্যাক্টরির মালিক আলহাজ্ব খয়ের মিয়ার নম্বরে একাধিকবার চেষ্টা করেও তাঁর মোবাইলটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঈশ্বরদী কাস্টম সুপার দুপুরে জানান, এ ব্যাপারে একটি মামলা রুজু করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
(এসকে/পিবি/মে ২৬,২০১৫)