মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে সোমবার গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে টুম্পা হার্ডওয়্যারের গুদামের প্রায় দুই লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। গুদামে প্রায় ১০ লাখ টাকার সম্পদ ছিল বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দাবি।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শ্যাম চন্দ্র সাহা জানান, ‘সোমবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে টুম্পা হার্ডওয়্যারের পাশে গুদামের পিছনের টিনের বেড়া কেটে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গুদামে রক্ষিত আরএফএল কোম্পানীর প্রায় ৬’শ পিচ স্লাস্টিক পাইপ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।’
মস্তফাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র ঘোষ জানান, ‘কুচক্রি একটি মহল বাজারটিকে ধ্বংস করার চেষ্টায় এ আগুন ধরিয়ে দেয়। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
(এএসএ/পিবি/মে ২৬,২০১৫)