মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির কমিটি গঠন হয়েছে। পুরানবাজারে সমিতির অফিস কার্যালয়ে সোমবার ভোট গ্রহণ শেষে রাতে আনুষ্ঠিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

বিনা প্রতিদ্বদ্ধিতায় ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। নির্বাচনের মাধ্যমে সহ-সভাপতি হয়েছেন ফজেল বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দাস, কোষাদক্ষ্য রিপন চন্দ্র মালো। সদস্য হলেন রাকীব হাওলাদার, বাবু খান, যাচ্চু বেপারী ও খোকন বেপারী।
(এএসএ/পিবি/মে ২৬,২০১৫)