নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার বিকাল ৩টায় স্থানীয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এবং তার অপসরণ দাবি করে সংবাদ সম্মেলন করেছে পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবেদ আলী।

এ সময় স্বেচ্ছাসেবকলীগ পৌর আহবায়কের পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। প্রেসক্লাব হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আবেদ আলী তার লিখিত বক্তব্যে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ব্যানার ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, ঘন ঘন কমিটি গঠনসহ পুলিশ নিয়োগে এক অসহায় পরিবারের কাছ থেকে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন। এ ছাড়াও দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন ও নেতাকর্মীদের ব্যবহার করে তার স্বার্থ হাসিল করে বলে লিখিত বক্তেব্যে আবেদ আলী বলেন। এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু বলেন, আমি আপাতত রংপুরে আছি বিষয়টি জেনে বক্তব্য দিব।
(এইচকেএম/পিবি/মে ২৬,২০১৫)