হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে উল্লাস মিয়া (২২) নামে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উল্লাস মিয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালীদাসপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত বাস চালকের সহকারী ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, মঙ্গলবার ভোররাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মা পরিবহনের একটি বাস মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছানোর পর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে বাসযাত্রী রশিদ মিয়া (৪০), জেসমিন আক্তার (২৫), জুয়েল মিয়া (২২), উল্লাস মিয়াসহ ১১ জন আহত হন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উল্লাসকে মৃত ঘোষণা করেন।

(ওএস/অ/মে ২৬, ২০১৫)