গাইবান্ধা প্রতিনিধি : ঢাকায় মাইক্রোবাসে তুলে আদিবাসী গারো তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মঙ্গলবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার ফোরাম, মানবাধিকার নারী সমাজ, মানবাধিকার আইনজীবী পরিষদ ও জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মানবাধিকার ফোরামের আহবায়ক ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সামাজিক উদ্যোক্তা দলের সাইফুল আলম সাকা, মানবাধিক সংরক্ষণ পরিষদের কাজী আব্দুল খালেক, সাংবাদিক দীপক কুমার পালসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে গণ উন্নয়ন নেটওয়ার্কের শিরিন আক্তার লিজা, গণ উন্নয়ন কেন্দ্রের আব্দুর রউফ, চান্দু মিয়া, হাসিনা জোয়াদ্দার, মিনু রাণী মহন্ত প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা দেশজুড়ে নারী নিপীড়নের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

(আরআই/পিএস/মে ২৬, ২০১৫)