কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে মানবপাচারকারী দলের দুই সদস্যকে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও নয়টি মোবাইল ফোন সেটও উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে তাদের আটক করা হয়।

আটক মানবপাচারকারীরা হলেন-জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ইউনিয়নের বাজারপাড়ার নুর মোহাম্মদের ছেলে নুর হাফেজ (২০) ও একই ইউনিয়নের উত্তরপাড়ার পেটান আলীর ছেলে হাসান শরীফ।

কক্সবাজার র‌্যাব-সাত এর কোম্পানি কমান্ডার মেজর জিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাবের একটি দল ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মানবপাচারকারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও নয়টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, দুপুরের মধ্যে এ ব্যাপারে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের কক্সবাজার সদর থানায় সোপার্দ করা হচ্ছে।

(ওএস/পিবি/ মে ২৭, ২০১৫)