বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় দুই সহোদরসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদত্রিশিরা গ্রামে ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি আ. রহমান ভাট্রির ঘরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার দুই সহোদর জামাল ও ছালামসহ ৮-১০জনের একটি দল হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে বাদীর স্ত্রী, ছেলে ও মেয়ের মারধর করে আহত করে। এ ঘটনায় আ. রহমান ভাট্রি বাদী হয়ে ৩ মার্চ ৭ জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মাদ দুই সহোদর জামাল ভাট্রি, ছালাম ভাট্রি ও কাওসার বাহাদুরকে অভিযুক্ত করে আদালতে ৩০মার্চ চার্জশীট দাখিল করেন। আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার বিকেলে আসামী জামাল ভাট্রির উপস্থিতিতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের জেল এবং পলাতক দুই আসামী ছালাম ভাট্রি ও কাওসার বাহাদুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডাদেশের রায় প্রদান করেন।
(টিবি/পিবি/মে ২৭,২০১৫)