স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০১ টি সোনার বারসহ দুবাই থেকে আগত তিনজন যাত্রীকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস।

শনিবার সকাল নয়টার দিকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। আটককৃত তিন যাত্রীর নাম হল, জয়নাল, সবুজ ও রুমান ।

বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার ইসরাত জাহান রুমা জানান, দুবাই থেকে সিলেট হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫২ ফ্লাইট সকালে ঢাকায় আসে।

গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীদের তল্লাশি করা হলে১০১ টি সোনার বার আটক করা হয়। এর বাজার মূল্য ছয় কোটি টাকা।

(ওএস/জেএ/মে ১৭, ২০১৪)