মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়ের ব্যবহার করা একটি হিরো হোন্ডা চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার অফিসের জরুরি কাজের জন্য মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মটরসাইলটি তালাবদ্ধ করে রাখেন। কিছুক্ষণ পরে এসে দেখেন তার মটরসাইল চুরি হয়ে গেছে। গাড়ী নং-৫১-১৩০০। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায় ও মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএসএ/পিবি/মে ২৭,২০১৫)