বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে কোন সরকারি খালে বাধ দিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে মৎস্য চাষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সে আমার দলের কোন নেতা বা যতো বড়ই শক্তি ধর ব্যক্তি হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি খালে বাধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে কেউ যেন মৎস্য চাষ করতে না পারে সে জন্য সরকারী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার জন্য নির্দেশ দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

বুধবার দুপুরে বাগেরহাট সদরের ষাটগুম্বজ ও থানপুর ইউনিয়নের শশীখালী নদীর বিভিন্ন স্থানে বাধ দিয়ে মৎস্য চাষ কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে এলাকাবাসির দাবির প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি বাদশা এ কথা বলেন।

এসময় তিনি জনগনের দূর্ভোগ ও চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করে মৎস্য চাষকারীদের স্বস্ব বাঁধ নিজ উদ্যোগে আগামী ১০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এই দুই ইউনিয়নের বুক চিরে প্রবাহিত শশীখালী নদীর বিভিন্ন অবেধ্য বাঁধ অপসারণ শেষে ষাটগুম্বজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেল আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন, সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ নেতা সরদার শুকুর আহম্মেদ, ষাটগুম্বজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

(একে/এএস/মে ২৭, ২০১৫)