আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রতি বিভাগে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, বাজেটে বিশেষ বরাদ্দসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পলিটেকনিক ইনস্টিউট আন্দোলনের জেলা সমন্বয়ক শিক্ষার্থী রাশেদুল হাসান।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ডা. মণিষা চক্রবর্তী, শিক্ষার্থী নীলিমা জাহান, শন্তু মিত্র, মো. মামুন প্রমুখ। শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি পেশ করেন।

(টিবি/এএস/মে ২৭, ২০১৫)