কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবপাচারকারী চক্রের সদস্য দুই সহোদরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে থ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ওই গ্রামের সুলতান আহমদের ছেলে সামাদ (৩৫) ও তার সহোদর হামিদ (৩০)।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

(ওএস/পিবি/ মে ২৮, ২০১৫)