লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের এক কলেজ ছাত্রীকে অপহরণ ঘটনার ৪ দিন পর অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ অপহরণ ঘটনার প্রধান হোতা বখাটে আশিক শেখকে  আটক করেছে। এদিকে, বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ফকির নূর আলম টুলুর মেয়ে ও লোহাগড়া সরকারী আদর্শ কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুরাইয়া আলম বিভা (১৮)কে কুমড়ী গ্রামের জাকির শেখের বখাটে ছেলে আশিক শেখ (২২) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুরাইয়া আলম বিভা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়। এ সময় পার্শ্ববর্তী দিঘলিয়া ইউপি’র কুমড়ী গ্রামের জাকির শেখের বখাটে ছেলে আশিক শেখ (২২), জাকির শেখ ও জান্নাত শেখ, তারিক শেখসহ ৫/৭ জন পরস্পর যোগসাজগে সুরাইয়া আলম বিভাকে অস্ত্রের মুখে জিম্মি করে গামছা দিয়ে মুখ বেঁধে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহ্নতের চাচা ইউপি মেম্বর নুরুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।
গোপন খবরের ভিত্তিতে লোহাগড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার আগ্রাহাটি গ্রাম থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার এবং এসময় পুলিশ অপহরণ ঘটনার প্রধান হোতা আশিক শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
(আরএম/পিবি/মে ২৮,২০১৫)