মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : বর্ণাঢ়্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলায় আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৫ এই প্রতিপাদ্য বিষয় ‘প্রতিটি জন্মই হোকপরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিরাপদ’এরআলোকেপালিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ওর্য়াল্ডভিশন বাংলাদেশ, মুক্তাগাছার সহযোগিতায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ এইচ এফপিও-ডা: হারুন অর রশিদ এবং বক্তব্য দেন ওর্য়াল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এডিপির ম্যানেজার-রাজু উইলিয়াম রোজারিও, উপস্থিত ছিলেন মো: মোজাম্মেল হোসেন- সহকারী প:প:কর্মকর্তা, মো: নুর-কমিউনিকেশন অফিসার, মিনহাজউদ্দীন আহমদ-হেলথ অফিসার,মো: জোবায়ের, ব্র্যাক প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ। এ দিকে মুক্তাগাছা ওর্য়াল্ডভিশন বাংলাদেশর উদ্যোগে ৬টি ইউনিয়নের(বাঁশাটি, দুল্লা,বড়গ্রাম,কুমারগাতা,কাশিমপুর ও তারাটি)ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্র(এফডব্লিউসি)-তে এ দিবসটি একইভাবে পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে গর্ভবতী ও প্রসূতি মায়েরা৬ টি ইউনিয়নে গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা ও স্বাস্থ্য শিক্ষা গ্রহন করেন ।
(এমএইচএম/পিবি/মে ২৮,২০১৫)