মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা. অপুর্ব মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শংকর কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচ এ বজলুর রহমান, আবু হানিফ, ডা. খায়রুন নেছা কানন প্রমুখ।
(এএসএ/পিবি/মে ২৮,২০১৫)