মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর রাজৈরের পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন মাদ্রাসা ছাত্র ও একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গারুবা গ্রামের চটপটি ব্যবসায়ী ওদুদ শেখের ছেলে আরিফ বিল্লাহকে (৬) লেখাপড়া শেখানোর জন্য মাদারীপুর রাজৈরে টেকেরহাট উত্তরপাড় পপুলার স্কুল এন্ড কলেজের সামনে আবাসিক এলাকায় বাসা ভাড়া করে থাকত। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে আম পাড়ার জন্য বাসার সামনের দোকান ঘরের চালে উঠে। এসময় পাশের ঘর থেকে সাইড লাইন নেওয়া বিদ্যুতের কাটা তারে জড়িয়ে তার মৃত্যু হয়। সে চরপ্রসন্নদী নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।
অপরদিকে বুধবার রাতে রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামে বিদ্যুৎ স্পৃৃষ্ট হয়ে সাগর শেখ নামের (১৭) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে খুলনার দীঘলিয়া এলাকার ইসমাইল শেখর ছেলে।
বাড়ি তৈরির কাজ করার জন্য ইশিবপুরের বাদল শেখের বাড়ীতে আসে। বুধবার রাতে হঠাৎ বিদ্যুতের কাটা তারে জড়িয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
(এএসএ/পিবি/মে ২৮,২০১৫)