নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। বুধবার রাতে সিংড়া পৌরসভা মাঠ ও নিংগুইন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, দেশীয় অস্ত্র, রশি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, সিংড়া উপজেলার হাতিঘাতি এলাকার আফাজ শাহর ছেলে আব্দুস সামাদ (৪৮), শালমারা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জিল্লুর রহমান (২৮), ছতর গ্রামের আছান মোল্লার ছেলে আযম উদ্দিন (৩৫), পাবনার রামচন্দ্রপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩২), ফরিদপুর জেলার মঙ্গল গ্রামের আমিন উদ্দিনের ছেলে শাহ আলম (৪৮) এবং বগুড়ার শাহাজানপুর উপজেলার কাশিনাথপুর গ্রামের ফরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫০)।

পুলিশ জানায়, বুধবার রাত ১ টার দিকে একদল ডাকাত সিংড়া পৌরসভা মাঠে বসে ডাকাতির পরিকল্পনা করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলি সেখান থেকে আব্দুস সামাদ, জিল্লুর রহমান ও আজম উদ্দিন নামে স্থানীয় ৩ ডাকাতকে আটক করে।

এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার নিংঙ্গুইন এলাকায় অভিযান চারিয়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে ট্রাকসহ পাবনার শফিকুল, ফরিদপুরের শাহ আলম ও বগুড়ার আব্দুস সালাম নামে আরো ৩ ডাকাতকে আটক করা হয়। এ সময় ট্রাকের ভিতর থেকে চাকু ও দড়ি সহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে সিংড়া থানার পুলিশ।

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে।

(এমআর/এএস/মে ২৮, ২০১৫)