পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : জেলার নবগঠিত পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা  শুক্রবার দুপুরে কমিটির সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডুর পাংশা শহরস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।

নবগঠিত পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অশোক কুমার বাগচী, সদস্য সচিব প্রদীপ্ত চক্রবর্তী (কান্ত) ও সাবেক সভাপতি এ্যাড. গনেশ নারায়ন চৌধুরী বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে নবগঠিত পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ভজ গোবিন্দ দে, সাধারন সম্পাদক নির্মল কুমার কুন্ডু, সাবেক সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু ও উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রাজবাড়ী জেলার পরপর তিনবার শ্রেষ্ঠ আয়করদাতা হিসেবে জাতীয় ভাবে সম্মাননা পুরস্কার প্রাপ্ত পাংশার বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু।

অনুষ্ঠানে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ মিত্র, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য উপেন্দ্র নাথ রায় ও স্বপন কুমার দাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে নবগঠিত পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুনীল কুমার বিশ্বাস, সহ-সভাপতি অধ্যাপক দ্বীজেন্দ্র নাথ দাস, প্রান্তোষ কুমার কুন্ডু ও উত্তম কুমার সাহা (কার্তিক), সহ-সাধারণ সম্পাদক তপন কুমার রায় ও ভজন কুমার দাস, কোষাধ্যক্ষ প্রভাত কুমার কুন্ডু, সহ-কোষাধ্যক্ষ মোহন লাল আগরওয়ালা, সহ-সাংগঠনিক সম্পাদক সমীর কুমার দাস, দপ্তর সম্পাদক দেবাশীষ কুন্ডু, প্রচার সম্পাদক গৌতম বসাক, গণসংযোগ সম্পাদক প্রকাশ কুমার আগরওয়ালা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক গোপাল চন্দ্র বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক গৌর গোপাল চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক গোলক কুমার কুন্ডু, আইন বিষয়ক সম্পাদক সরজিৎ কুমার বিশ্বাস (বাবলু), ধর্ম ও প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক অপূর্ব কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিকা চায়রা রানী দে, পূজা বিষয়ক সম্পাদক সুনীল কুমার মন্ডল ও সহ-পূজা সম্পাদক প্রদীপ কুমার শিকদার, কার্যনির্বাহী সদস্য সুব্রত কুমার দে, গোবিন্দ্র চন্দ্র কুন্ডু ও দিবালক কুন্ডু (জীবন) সহ পুজা উদাপন পরিষদের সদস্য ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর ও সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

(এমএইচকে/জেএ/মে ১৭, ২০১৪)