নরসিংদী প্রতিনিধি :নরসিংদীর মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবিতে এখনো নিখোঁজ রয়েছে ছয়জন যাত্রী। নিহতের মধ্যে বায়েজিদ (২) নামে এক শিশুর নাম জানা গেছে। অন্যদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরাণচর থেকে ৪৫-৫০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা উপজেলার করিমপুর ইউনিয়নের বগারগোত এলাকার উদ্দেশে রওনা দেয়। নৌকাটি বগারগোত এলাকার কাছাকাছি গেলে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও ৯ জন যাত্রী নিখোঁজ থাকেন।

ঝড় থামার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশু বায়েজিদসহ তিন শিশুর লাশ উদ্ধার করে। এলাকাবাসী নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রচণ্ড ঢেউয়ের কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাশেম জানান, প্রচণ্ড ঝড়ের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ৯ যাত্রী নিখোঁজ হয়। তিন শিশুর লাশ উদ্ধার করা গেলেও বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

(ওএস/এসসি/মে২৯,২০১৫)