বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের কুহালং ইউনিয়নের ক্যায়ামলং এলাকায় আব্দুল মোতালেব এর খামারবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে ২ শিশুসহ একই পরিবারের ৪ জন খুন হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ উত্তরাধিকার ৭১ নিউজকে জানায়, হত্যাকান্ডের ঘটনা গতকাল সন্ধ্যা ৭-৮টার মধ্যে সংগঠিত হয়েছে। হত্যাকারীরা পরিকল্পিত ভাবে হতভাগ্যদের রাতের খাবার খাওয়ার আগেই জাবাই করে হত্যা করেছে।

নিহতরা হলেন আব্দুল মোতালেব এর বাগানের কেয়াটেকার মোঃ আমিন (৪০) তার বড় বোন সমিরা বেগম (৪৫) এবং নিহত আমিনের ছেলে সৈয়দ নুর (১২) মেয়ে ইফাত ফাতেমা (৭)।

পুলিশের ধারনা, গতকাল বিকেলে কেয়ারটেকার আমিনের ৩য় স্ত্রী হাসিনা বেগম এবং তার ভাইয়ের সাথে ঝগড়া হয়। ঝগড়ার সুত্র ধরে এই নৃসংশ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনাস্থলের আশে পাশে আর কোন বসতি না থাকায় হত্যাকান্ডের মুটিভ উদঘাটন করা কঠিন হবে। তবে পুলিশ রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। এদিকে হতাকান্ডের পর থেকে আমিনের ৩য় স্ত্রী হাসিনা বেগম এবং তার ভাই পলাতক হয়েছে।

কুহালং ইউনিয়ন চেয়ারম্যান সানুপ্রু মারমা জানায়, আজ শুক্রবার সকালে ৪ জনকে কে বা কারা হত্যা করেছে এ খবর জানার পর পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। চেয়ারম্যান আরো জানান, নিহতরা সকলেই মায়ানমারের নাগরিক। তারা ১০/১৫ বছর ধরে বাগানের কেয়াটেকার হিসেবে কাজ করে আসছে।

(এএফবি/এএস/মে ২৯, ২০১৫)