দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমবাড়ী এলাকায় ইছামতি নদীর বেইলী বিজ্র ভেঙ্গে ট্রাক-বাসসহ ৫টি যানবাহন নদীতে পড়ে গেছে। ব্রীজ ভেঙ্গে পড়ায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েও উদ্ধার কাজ শেষ করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই এলাকার নদীর বেইলী ব্রীজ ভেঙ্গে ২টি পাথরের ট্রাক, একটি খালি ট্রাক, একটি ট্রাক্টর পড়ে যায়। পরে আংশিক ঝুলে থাকা হানিফ পরিবহনের একটি বাসও সেখানে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছেছে। তবে এখন পর্যন্ত উদ্ধার কাজ শেষ করতে পারেনি তারা।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন ফজলে রাব্বী জানিয়েছেন, চট্রগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি কোচ ব্রিজ অতিক্রমের সময় বিপরিত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের ভারে বেলী ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে গেছে।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ক্রেনের অভাবে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে। তবে কোন লাশ পাওয়া যায়নি বলে জানান তারা।

(এটি/এসসি/মে২৯,২০১৫)