মাদারীপুর প্রতিনিধি : বিএনপি নিজেই সালাহ উদ্দিন আহমদকে সরিয়ে নাটক করেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে মাদারীপুর প্রেসক্লাবে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

নৌ মন্ত্রী বলেন, এটা হলো উদোর পিন্ডি বুধোর ঘাঁড়ে চাপানোর মতো অবস্থা। এটা তারা করেছে আর দায় চাপালো সরকারের ওপর। তারা যখন টেলিভিশনে তালেবানের মতো বক্তব্য দিতে ব্যর্থ হয়েছে, তখন নিজেরাই নাটক সাজিয়ে এসব করছে। সরকারের এসবের কোনো দায়-দায়িত্ব নেই।

মন্ত্রী এ সময় বিএনপির নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।

মাদারীপুর প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দ, এম আর মুর্তজা, ইয়াকুব খান শিশির প্রমুখ।

পরে মন্ত্রী মাদারীপুরের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।

(ওএস/এএস/মে ২৯, ২০১৫)