স্টাফ রিপোর্টার, ঢাকা: গ্রীন ডেল্টা ডেভেলপমেন্ট (প্রা:) লিমিটেডের প্রতারণার প্রতিবাদে আজ ১৭ মে শনিবার সকাল ১১টায় ‘গ্রীন ডেল্টা স্বপ্নীল’(১০০-১০০/১ ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা) প্রকল্পের সামনে গ্রীন ডেল্টা গ্রাহক ফোরামের আহ্বানে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এক ঘণ্টার এ মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, গ্রাহক ফোরামের সভাপতি খসরুল আলম। মানববন্ধন কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান মেজর (অব) মোঃ শাহ আলম তালুকদার ও ইব্রাহীমপুরের বিশিষ্ট মুরুব্বী হাজী নূর মোহাম্মদ।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর আবু তালেব, জাফর আলম চৌধুরী, পারভেজ সারওয়ার, সাজেদুর রহমান, বসির উদ্দিন আহমেদ, ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রবীর সিকদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সংকট নিরসনে গ্রীন ডেল্টা কর্তৃপক্ষ এগিয়ে আসার আহবান জানান।

আলোচনার প্রস্তাব :আন্দোলন স্থগিত

মানববন্ধন চলাকালে গ্রীন ডেল্টা ডেভেলপমেন্ট (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন মোবাইল ফোনে গ্রীন ডেল্টার স্বপ্নীল গ্রাহক ফোরামের সম্পাদক প্রবীর সিকদার সাথে কথা বলেন এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আশ্বাস দেন। পরে গ্রাহক ফোরামের এক সভায় মিলিত হয়ে আলোচনার ওই প্রস্তাবে সাড়া দিয়ে ৩০ মে, ২০১৪ তারিখ পর্যন্ত সকল আন্দোলন কর্মসূচী স্থগিত করে।

সভায় আরও সিদ্ধান্ত হয় ৩০ তারিখ পর্যন্ত কোন সুরাহা না হলে ৩১ মে আন্দোলনের পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

(এসএস/অ/মে ১৭, ২০১৪)