স্টাফ রির্পোটার : এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের গড় পাসের হার ও জিপিএ-৫ বিবেচনায় এগিয়ে রয়েছে ছেলেরা।

শনিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রাণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এবার সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৭ লাখ ৩১ হাজার ৬৯০। এর মধ্যে উর্ত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭১ হাজার ৯৬১ জন। সে হিসাবে পাসের হার ৯১ দশমিক ৮৪। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭ হাজার ৫৫১ জন।
অপরদিকে সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৬ লাখ ৯৫ হাজার ২৩৩ জন। এর মধ্যে পাস করেছে ৬ লাখ ৩১ হাজার ৩৭০ জন। পাসের হার ৯০ দশমিক ৮১। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ হাজার ৭২৫ জন।
প্রসঙ্গত, এ বছর ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ লাখ ৩৩ হাজার ৩৩১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন। এবার সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে।

(ওএস/এএস/মে ১৭, ২০১৪)