মাগুরা প্রতিনিধি :  সবার জন্য স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এই প্রতিপাদ্য নিয়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন ও  নিরাপদ পানি প্রাপ্তিতে সহায়তা দেয়ার লক্ষ্যে ৩ দিনের ‘উন্নত টেকসই স্যানিটেশন প্রযুক্তি ও ব্যবসা সম্প্রসারণ’ বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।

মাগুরার সদরের শিবরামপুরে আরআরডি প্রশিক্ষণ কেন্দ্রে আশা ওয়াটার এন্ড স্যানিটেশন কার্যক্রমের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ২৫ জন স্যানিটেশন উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদৎ হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা এনজিও সমন্বয়কারী মোঃ আঃ হালিম,আরআরডি এর নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন আশার জেলা ব্যবস্থাপক একরামুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আশা নিজস্ব তহবিলে স্যানিটেশন কার্যক্রম শুরু করায় সাধুবাদ জানান। তাছাড়া স্যানিটেশন উদ্যোক্তাদের মাধ্যমে মাগুরা জেলায় শতভাগ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন বাস্তবায়ন হবেবলে আশা ব্যক্ত করেন।

আশার কর্মকর্তারা জানিয়েছেন, আশা ২০১৪-১৫ অর্থ বছরে নিজস্ব তহবিলে ওয়াটার এন্ড স্যানিটেশন কার্যক্রমের আওতায় ২৪টি জেলায় মোট ৭২০ জন স্যানিটেশন উদ্যোক্তা ও ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইতিমধ্যে ২৪টি জেলায় ৭২৫ জন স্যানিটেশন উদ্যোক্তা ও ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষন প্রাপ্ত উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সমাজের দরিদ্র পরিবারের নিকট অল্প মূল্যে উন্নত প্রযুক্তির ল্যাট্রিন বিক্রি ও স্থাপন করার মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ শুরু করেছে। তাছাড়া ইতিমধ্যে স্বল্পসুদে ৮ কোটি ২০ লাখ টাকা স্যানিটেশন ঋণ বিতরণ করা হয়েছে।

(ডিসি/পিবি/মে ৩১,২০১৫)