বরিশাল প্রতিনিধি : জেলার বাকেরগঞ্জ উপজেলা থেকে এক ডজন ডাকাতি মামলার আসামী দুই ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ভরপাশা থেকে শনিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রফতারকৃতরা হলেন, ওই উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মনু মীরের ছেলে মো. শাহাদাত মীর (৫০) ও মধু হাওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩২)।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, দুদিন আগে একটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে শাহাদাত ও শুক্কুরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে মধ্যরাতে অভিযান চালিয়ে শাহাদাতের বাড়ি থেকে একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলি এবং শুক্কুরের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে এক ডজন মামলা রয়েছে। অস্ত্র উদ্ধার হওয়ায় থানায় পৃথক মামলা হয়েছে।
(টিবি/পিবি/মে ৩১,২০১৫)