গোপালগঞ্জ প্রতিনিধি : বরিশাল থেকে ডাকাতি হওয়া নগদ টাকা, মালামালসহ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে গোপালগঞ্জের পুলিশ। এ সময় অভিযুক্ত ডাকাত সৌমেন মিত্রের মা শিখা মিত্র (৫০) ও বোন লক্ষ্মীরানী মিত্রকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টায় কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামে সৌমেনের বাড়ি অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে।
কশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, গত ২৭ এপ্রিল বরিশালের আগৈলঝাড়া বাজারের একটি বিকাশ এজেন্টের দোকানে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইল ফোন লুটে নেয়। এ ঘটনায় ৫/৬ দিন আগে পুলিশ শাহ আলম নামে এক ডাকাতকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশের সহযোগিতায় বরিশাল পুলিশ পদ্মবিলা গ্রামে ডাকাত সৌমেন মিত্রের বাড়িতে অভিযান চালায়। পুলিশ ওই বাড়ি থেকে নগদ ২৪ লক্ষ ৬৬ হাজার ৪’শ টাকা, দুইটি ল্যাপটপ, একটি ক্যামেরা ও ১১টি মোবাইল এবং একটি ৩.২ বোর আরমানিজ পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। অস্ত্র রাখার কারণে ডাকাত সৌমেন মিত্রের মা ও বোনকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এমএইচএম/এএস/মে ১৭, ২০১৪)