যশোর প্রতিনিধি : র‌্যাব সদস্যরা রবিবার বিকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি নাইন এম এম পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ মফিজুরকে আটক করেছে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তারা সোর্স মারফত খবর পায় যে মফজুরের বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এই খবরের ভিত্তিতে র‌্যার-৬ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে একটি দল মফিজুরের বাড়িতে আজ সোয়া ৪টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা মফিজুরের ঘরের ওয়ারড্রপের ভেতর থেকে এই অস্ত্র ও গুলি বের করে।

এ ব্যাপারে র‌্যাব যশোর কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেছে।

(জেকেএম/পিএস/মে ৩১, ২০১৫)