গোপালগঞ্জ প্রতিনিধি : এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে গোপালগঞ্জ এস. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এ বিদ্যালয়টি জেলার মধ্যে প্রথম হয়েছে।

এ বছর বিদ্যালয়টি থেকে ৭৯ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭০ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ বছর বিদ্যালয় থেকে ২৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৬১জন পাশ করে। পাশের শতকরা হার ৯৭.৭৫ ভাগ।
অপরদিকে, শহরের সরকারী বীণাপানি উচ্চ বালিকা বিদ্যালয় বরাবরের মতো জেলার মধ্যে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। এ বছর বিদ্যালয়টি থেকে ৬১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৯ জন, মানবিক বিভাগ থেকে ৮ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ বছর বিদ্যালয় থেকে ২৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৩১জন পাশ করে। পাশের শতকরা হার ৯৯.১৪ ভাগ।

(এমএইচএম/এএস/মে ১৭, ২০১৪)