লক্ষ্মীপুর প্রতিনিধি:বাংলাদেশে বর্তমানে প্রায় ৬০% মানুষ ক্যান্সার ও বিভিন্ন রোগে মারা যায়। খাদ্য অব্যবস্থা, শারীরিক পরিশ্রমের অভার এবং জীবন যাপন প্রদ্ধতিই এই সব রোগের মূল কারণ।

তাই জীবনহানী কর অসংক্রামক রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন করণীয় দিক রয়েছে যেমন সব ধরণের তামাক ও মদ্যপান বর্জন, তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার পরিহার যতটা সম্ভব লবন ও চিনি কম খাওয়া । মানসিক চাপ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত রাখা।

রোববার বিকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধে প্রচারাভিযাণের অংশ হিসেবে অবহিতকরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহযোগীতায় ও (পিএসএসএমআরটিডির) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ গোলাম ফারুক ভৃঁইয়া।
বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন, পিএসএসএমআরটিডির মাঠ কর্মী আবু হাসান, ইকবাল হোসেন, রবিউল ইসলাম খাঁন প্রমুখ।


(এমআরএস/এসসি/মে৩১,২০১৫)