লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার পি-চর সুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণির ছাত্রীর ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই ছাত্রীর অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের  নিকট অভিযোগ করার পর সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত জরুরী সভায় অভিযুক্ত ওই লম্পট শিক্ষককে অন্যত্র বদলীর সুপারিশ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার ইতনা ইউপি’র ৮৭ পি-চর সুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ সামির সরদার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আসছেন।

মোঃ সামির সরদার শনিবার সকালে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো শেষে ৫ম শ্রেণির একজন শিক্ষার্থীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। শিক্ষকের কথা মতো অপেক্ষার এক পর্যায়ে সুযোগ বুঝে ওই শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটান লম্পট শিক্ষক সামির সরদার। যৌন নিপীড়নের ঘটনাটি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও দেখে ফেলে।

নিপীড়নের শিকার ছাত্রী টিফিনের সময় বাড়িতে গিয়ে তার অভিভাবকদের ঘটনাটি জানায়। এরপর ওই শিক্ষার্থীর অভিভাবক সোয়েবুর রহমান এলাকাবাসীদের সাথে নিয়ে দ্রুত বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানের কাছে লম্পট শিক্ষকের বিচারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের সভা কক্ষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, শিক্ষক জহির হোসেন, অভিভাবক সদস্য জিন্নাত রহমান, আজিজ আহম্মেদ ও রূপা বেগম। সভায় অভিযুক্ত ওই লম্পট শিক্ষককে অন্যত্র বদলীর সুপারিশ করা হয়েছে। লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, পরিচালনা পর্ষদ (এসএমসি) প্রাপ্ত রেজুলেশনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরএম/পিবি/জুন ০১,২০১৫)