সিরাজগঞ্জ প্রতিনিধি :  সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন,যে সমাজে মানবাধিকার থাকবে সে সমাজে অন্যায় অবিচার থাকবে না। সেখানে ধর্ম,বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার পাবে,স্বাধীনভাবে বাঁচতে পারবে।

তিনি আরো বলেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবাই ভালো থাকতে চায়, স্বাধীন ভাবে বাঁচতে চায়। এ জন্য রাষ্ট্রের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি সোমবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক সন্মেলন কক্ষে জেলার ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন অনুষ্ঠানে এ কথা বলেন। সিরাজগঞ্জ এনজিও ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন।
সহকারী পুলিশ সুপার ফারুখ আহমেদ, সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন, অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওহায়াব,শার্পের পরিচালক আলহাজ শওকত আলী প্রমুখ।
আলোচনা সভার পূর্বে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।
(এসএস/পিবি/জুন ০১,২০১৫)